টিকা নিলেন হেফাজত আমীর বাবুনগরী

বাংলাদেশ

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন।

আজ রবিবার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণ করেন তিনি।

সংগঠনটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলেম সমাজের মাঝে করোনা ভ্যাকসিন গ্রহণের বিষয়ে অমূলক ভীতি ও দ্বিধা বিদ্যমান রয়েছে। কিন্তু এটি একটি সংক্রামক ভাইরাস। বিষয়টি নিয়ে ভীত হওয়া যাবে না। এই মহামারি থেকে রক্ষায় এবং সবার ভীতি দূর করতেই হেফাজতের আমির ভ্যাকসিন গ্রহণ করেছেন।

এমতাবস্থায়, জুনায়েদ বাবুনগরীর ভ্যাকসিন গ্রহণের বিষয়টি ইতিবাচকভাবে প্রচার করা হলে আলেম সমাজ টিকা গ্রহণে উৎসাহ পাবে বলেও মনে করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এদিকে, রাজধানীসহ সারা দেশে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিন চলছে। প্রায় সব কেন্দ্রেই উপচেপড়া ভিড়। তবে টিকা বরাদ্দের তুলনায় মানুষ বেশি থাকায় অনেককেই ফিরে যেতে হচ্ছে। দীর্ঘ লাইনের কারণে শারীরিক দূরত্ব ও স্যানিটাইজেশনের নির্দেশনা মানা যায়নি গণটিকাদান কেন্দ্রে। রয়েছে স্বজনপ্রীতির অভিযোগও।