টিকা নেয়ার ২০ মিনিট পর বৃদ্ধের মৃত্যু

বাংলাদেশ

কেরানীগঞ্জে সিনোফার্মার করোনা টিকা গ্রহনের ২০ মিনিট পর কাজী হারুন অর রশিদ নামে (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৮আগস্ট) দুপুরে কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি মাদ্রাসা গণটিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঢাকা জেলার সিভিল সার্জন ড. মঈনুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, কাজী হারুন অর রশিদ টিকা দেওয়ার ২০ মিনিট পরেই মৃত্যুবরণ করেন। তার (কাজী হারুনুর রশিদ) প্রেসার এবং হার্টের সমস্যা ছিল বলে আমরা জানতে পেরেছি। তারপরেও কি কারণে তিনি মারা গেলেন তা জানতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তবে টিকাতে কোন সমস্যা ছিল না।

নিহত কাজী হারুনুর রশিদের চাচাতো ভাই আল মামুন মিশু বলেন, আমার ভাইয়ের আগে থেকেই হার্টের সমস্যা ছিল। টিকা নেয়ার সময় সে ভয় পেয়ে যায়। টিকা নেয়ার কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

জানা যায়, কাজী হারুন অর রশিদকে পরবর্তীতে কেরানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে কতর্ব্যরত চিকিৎস তাকে মৃত্যু ঘোষণা করেন। পরিবারের দাবিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের বাড়ি কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের মুন্সিনোয়াদ্দা গ্রামে।