পিএসজির সাথে আলাপ চলছে: মেসি

খেলাধুলা

গুঞ্জনটাই হতে পারে সত্যি। প্যারিসই হতে পারে লিওনেল মেসির পরবর্তী ঠিকানা। বার্সার হয়ে শেষ সংবাদ সম্মেলনে তেমন আভাস লিওনেল মেসির কথাতেও। মেসি নিজেই জানান পিএসজির সঙ্গে কথা-বার্তা চলছে তার।

আইফেল টাওয়ার প্যারিসের সৌন্দর্য যেমন বাড়িয়েছে তেমনি বাড়িয়েছে খ্যাতিও। এবার বোধহয় সেই খ্যাতি আকাশচুম্বি করতে চলেছেন ফুটবলার লিওনেল মেসি।

রবিবার বার্সেলোনার হয়ে শেষ সংবাদ সম্মলনে মেসি পুরো নিশ্চিত না করলেও বলে দিয়েছেন পিএসজি’র সঙ্গে আলাপ চলছে। যদিও আগ থেকেই ১০ আগস্ট আইফেল টাওয়ার বুকিং দিয়ে রেখেছে পিএসজি। তাই সেখানে নেইমারের সঙ্গে মেসির দেখা পাওয়ার সমূহ সম্ভাবনা এখন সময়ের ব্যাপার।

লিওনেল মেসি বলেন, ‘প্যারিসে যাওয়া অবশ্যই একটা সম্ভাবনা। এই মুহূর্তে কোনও কিছুই চূড়ান্ত হয়নি। বার্সেলোনার বিবৃতির পর আমি অনেক ফোন পেয়েছি। এটুকু বলতে পারি, ওদের সঙ্গে চুক্তি নিয়ে কথা চলছে।’

গুঞ্জন আছে সোমবারের মধ্যেই প্যারিসে উড়ে যাওয়ার কথা রয়েছে মেসির। সেখানে তার শারীরিক পরীক্ষাও হওয়ার কথা রয়েছে।

তবে, মেসির গন্তব্য আসলে কোনটা সেটা সময়ই বলে দেবে। তবে আজকের পর থেকে এটা বলে দেয়া যায় মেসি-বার্সার অবিচ্ছেদ্য প্রেম কাহিনী শেষ। শেষ হয়েছে মেসির বার্সা যুগ।