ফরিদপুরের পদ্মার চরের একটি জলাশয়ে ১৫ দিনের বেশি সময় ধরে ভেসে বেড়াচ্ছে একটি কুমির।
কয়েক দফা চেষ্টা চালিয়েও অভিযান ব্যর্থ হওয়ায় আতঙ্কে এলাকাবাসী। এ অবস্থায় প্রশাসন লাল পতাকা ও ব্যানার টানিয়ে সতর্কতা জারি করেছে।
ফরিদপুর সদর থেকে পদ্মা নদী পার হয়ে যেতে হয় নর্থ চ্যানেল ইউনিয়নের সালাম খার ডাঙ্গী গ্রামে। ওই গ্রামেরই পদ্মা নদীর সাথে সংযুক্ত জলাশয়ে কিছুদিন ধরে দেখা যাচ্ছে একটি কুমির।
জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা ও পরে খুলনা প্রাণিসম্পদ ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের দল দুই দিন চেষ্টা চালিয়েও কুমিরটি ধরতে ব্যর্থ হয়।পানি বেশি থাকায় আপাতত উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে তারা।
এরপর থেকে আতঙ্ক পিছু ছাড়ছে না চরবাসীকে। শিশুদের ঘর থেকে বেরুতে দেয়া হচ্ছে না। গবাদি পশু, হাস-মুরগি পালনে কষ্ট হচ্ছে।
জেলা প্রশাসক জানালেন, কুমিরটি উদ্ধারে পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে।
এদিকে, সতর্কতা হিসেবে লাল পতাকা ও সর্তকতামূলক ব্যানার টানানো হয়েছে।