ভরা বর্ষাতেও বৃষ্টি নেই দেশের উত্তরাঞ্চলে; সেচ সংকটে কৃষকরা

বাংলাদেশ

ভরা বর্ষাতেও বৃষ্টির দেখা নেই দেশের উত্তরের জেলা লালমনিরহাটে। সেচ সংকটে পড়েছে রোপা-আমনের আবাদ। সংকট নিরসনে চলছে সাড়ে ১২ হাজার শ্যালো মেশিন। এতে সেচ সংকট কিছুটা নিরসন হলেও, প্রায় অর্ধশত কোটি টাকা বাড়তি ব্যয় হচ্ছে কৃষকের।

এদিকে খাল ও জলাশয় শুকিয়ে যাওয়ায় পাটের আশ ছড়ানো নিয়ে বিপাকে চাষিরা। শেষ হতে চললো শ্রাবণ। তবু দেখা নেই বৃষ্টির। ভরা বর্ষাতেও পানিশূন্য খাল, বিল ও জলাশয়। সেচ সংকটে কৃষক।

পানির অভাবে পাটের জাগ দিতে না পারায় লোকসানের শঙ্কায় চাষিরা। পড়ে আছে অর্ধেকের বেশি কাঁচা পাট।

আমন আবাদের সময়ও শেষের দিকে।  তাই কৃষকের ভরসা এখন শ্যালো মেশিনের ওপর। ২৭ শতকের একখণ্ড জমি প্রস্তুত করতে কৃষককে বাড়তি গুনতে হচ্ছে পাঁচ থেকে ছয়শ টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ৮৫ হাজার ৫শ ১৫ হেক্টর জমিতে আমন রোপনে জেলায় বাড়তি ব্যয় প্রায় অর্ধশত কোটি টাকা। এ অবস্থায় কৃষকের অতিরিক্ত ব্যয়ের বিষয়টি মাথায় রেখে প্রণোদনার সুপারিশ করার কথা ভাবছে কৃষি বিভাগ।

একদিকে করোনা মহামারি- তারওপর প্রকৃতির এমন আচরণ। এই দুর্যোগ থেকে কৃষককে বাঁচাতে সরকারের দ্রুত সহায়তার দাবি ভুক্তভোগীদের।