মৌসুমের প্রথম ম্যাচে পিএসজির জয়

খেলাধুলা

এখনো মেসিকে নিয়েই ব্যস্ত পিএসজি। এরমধ্যেই শুরু হয়ে গেছে ফ্রেঞ্চ লিগ। মৌসুমের প্রথম ম্যাচে জয় পেয়েছে এমবাপ্পেরা। ট্রয়ের সাথে ২-১ গোলের কষ্টার্জিত জয়ে নতুন মৌসুমে শুভ সূচনা করলো প্যারিসিয়ানরা।

লিগ টু এর চ্যাম্পিয়ন হয়ে সদ্য প্রমোশন পাওয়া ট্রয় শুরু থেকেই আক্রমণে। গোলও পেয়ে যায় ৯ মিনিটেই। কর্ণার থেকে পাওয়া বল হেডে জালে জড়িয়ে দলকে লিড এনে দেন মরোক্কান ডিফেন্ডার ওয়ালিদ এল হাজাম।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১৯ মিনিটে পিএসজিকে ম্যাচে ফেরান আরেক মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি। তার জোরালো ভলি ঠেকাতে ব্যর্থ হয় ট্রয়ের গোলরক্ষক। এর ঠিক ২ মিনিট পরই দলকে লিড এনে দেন মাউরো ইকার্দি। এমবাপ্পের বাড়ানো পাসে সহজ ফিনিশিংয়ে স্কোরশিটে এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এরপর আর গোল না হলে ২-১ এ শেষ হয় ম্যাচ। জয় নিয়ে মাঠ ছাড়ে পচেত্তিনিয়োর দল।