মন্ত্রিপরিষদ বিভাগের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ই আগস্ট থেকে শিথিল বিধিনিষেধে অর্ধেক গণপরিবহণ চলবে শতভাগ যাত্রী নিয়ে।
এক্ষেত্রে স্থানীয়ভাবে পরিবহণ সংশ্লিষ্টরাই সিদ্ধান্ত নেবে বলেও উল্লেখ করা হয়েছে। তবে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা অনেক কঠিন হবে বলে মনে করেন, সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
এদিকে, খোদ সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর দাবি, সিদ্ধান্তের আগে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়নি।
করোনাভাইরাস দেশে প্রবেশের পর থেকে যে নানারূপী বিধিনিষেধ চলছে, তা শিথিল হবার সময় প্রতিবারই অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহণ চলার বিধি ছিল।
১১ই আগস্ট থেকে চলমান বিধিনিষেধ যে শিথিল হতে যাচ্ছে, সেখানে প্রথমবারের মতো শতভাগ যাত্রী নিয়েই বাস চলবে। তবে মোট সংখ্যার অর্ধেক বাস চলবে। এবং তা নিশ্চিত হবে স্থানীয়ভাবে।
তবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করে সড়ক পরিবহণ মালিক সমিতি। অথচ এই সিদ্ধান্ত নাকি নেয়া হয়েছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়কে না জানিয়েই।
যদিও প্রজ্ঞাপনে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। এবং সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর একই কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। নির্দেশনা থাকলেও বাস্তবে সেটি কেমন হবে, তা বোঝা যাবে ১১ই আগস্টেই।