ভারতে শনাক্ত ডেল্টার কারণে বিশ্বের অনেক দেশে চলছে করোনার নতুন ঢেউ।
মূল করোনা ভাইরাসের উপসর্গ গুলো দেখা দিতে অন্তত ৭ দিন সময় লাগলেও ডেল্টার উপসর্গ দেখা দেয় তিন থেকে চার দিনের মধ্যেই। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ শুরুর আগেই তা ছড়িয়ে পড়ে।
অন্য ধরন গুলোর তুলনায় অন্তত ১২শ গুণ বেশি ভাইরাস তৈরী করা এই ধরনটি মিউটেশনের মাধ্যমে ডেল্টা প্লাসের মতো আরও শক্তিশালী ধরন তৈরীতেও সক্ষম।
বিজ্ঞানীদের দৃষ্টি এখন ডেল্টার দিকে থাকলেও অন্যান্য ধরন গুলো নিয়েও চলছে গবেষণা। তাদের ধারণা, ডেল্টার পরই তার জায়গা নেবে নতুন আরেকটি ধরন। নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে পেরুতে শনাক্ত ল্যামডা ও কলম্বিয়ায় ছড়িয়ে পড়া বি ওয়ান সিক্স টু ওয়ান ধরনটি। এরই মধ্যে মিউটেশনের মাধ্যমে ফ্লোরিডা ও যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ছে বি ওয়ান সিক্স টু ওয়ান।
এদিকে টিকা না নেয়া ব্যক্তিরা ভাইরাসের নতুন মিউটেশন সৃষ্টিতে সাহায্য করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। প্রচলিত ভ্যাকসিন গুলো গুরুতর অসুস্থতা ঠেকালেও করোনাকে প্রতিরোধ করতে না পারায় নতুন নতুন ধরনের উত্থান এই পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যেও আশঙ্কাজনক ভাবে করোনা সংক্রমণ দেখা যাচ্ছে।