আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্কে সভাপতিত্ব করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নরেন্দ্র মোদীই প্রথম ভারতীয় ব্যক্তি যিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিতর্কে নেতৃত্ব দিতে চলেছেন। সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার বিষয়ক এই উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হবে আজ সোমাবার সন্ধ্যায়।
সন্ধ্যা সাড়ে পাঁচটায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ বিতর্ক অনুষ্ঠিত হবে। বিতর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বেশ কয়েকজন বিশ্বনেতা থাকবেন। এএনআই জানায়।
ভারত আগস্ট মাসের জন্য এই দায়ত্বি পেল। এর আগে এই উন্মুক্ত বিতর্কের সভাপতিত্বের দায়িত্বে ছিল ফ্রান্স। এ প্রসঙ্গে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি জানিয়েছেন, সভাপতির দায়িত্ব পালনকালে ভারত সামুদ্রিক নিরাপত্তা, শান্তিরক্ষা এবং সন্ত্রাসবাদ বিরোধী তিনটি উচ্চ-স্তরের সভার আয়োজন করবে।
এই প্রথমবার সমুদ্র নিরাপত্তার বিষয়টি একটি উচ্চতর স্তরের এজেন্ডা হিসেবে বিতর্কে অংশ পেল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত এই বিতর্কে সমুদ্রসীমা কেন্দ্রীক অপরাধমূলক কর্মকাণ্ড ও নিরাপত্তাহীনতার মোকাবেলার উপায় এবং সমুদ্রকে ঘিরে সমন্বিত আঞ্চলিক উদ্যোগকে শক্তিশালী করার উপর আলোকপাত করা হবে।
২০১৫ সালে মোদী প্রথমবারের মতো সাগরকে ঘিরে আঞ্চলিক উন্নয়ন এবং নিরাপত্তার বিষয়ে একটি সারসংক্ষেপ তুলে ধরে ছিলেন। সেখানে তিনি একটি গঠনমূলক অবকাঠামোর মাধ্যমে সমুদ্রকে আঞ্চলিক উন্নয়নে ব্যবহার ও নিরাপত্তার বিষয়টিতে আলোকপাত করেন।
এরপর ২০১৯ সালে পূর্ব এশিয়া সম্মেলনে এ বিষয়টিই ইন্দো-প্যাসিফিক সাগর’ উদ্যোগ-আইপিওআই নামে আবারও বিস্তারিতভাবে তুলে ধরা হয়। সেখানে সমুদ্রসীমার নিরাপত্তা জোরদারে সাতটি স্তম্ভের ওপর গুরুত্বারোপ করেন নরেন্দ্র মোদী।