যশোরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

বাংলাদেশ সকল জেলা

যশোর সদর উপজেলার কচুয়া ঘাটপুর এলাকার প্রতিবন্ধী শিশু (১২)ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক একই উপজেলার চাউলিয়ার মৃত তোফায়েলের হোসেনের ছেলে শাহিন (৩০ ) কে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, প্রতিবন্ধী শিশুটি রবিবার বিকালে রাস্তায় ঘুরে বেড়ানোর সময় ইজিবাইক চালক শাহিন তাকে ধর্ষণ করে। বিষয়টি ওই প্রতিবন্ধী তার বাবা মাকে জানায়। এরপর স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে থানায় জানালে পুলিশ শাহিনকে আটক করে। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন রাত ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিন স্বপন প্রতিবন্ধী শিশুটিকে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

যশোর নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ক্যাম্পের এসআই সুপ্রভাত মন্ডল শিশু ধর্ষণের অভিযোগে শাহিন আটক বলে নিশ্চিত করেছেন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।