যশোর আ.লীগের কমিটি সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন

সকল জেলা

যশোরে তৃণমূলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে মৃত ও বিতর্কিতদের নাম অন্তর্ভূক্ত করায় সদ্য ঘোষিত জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সংশোধনের দাবি জানানো হয়েছে।

আজ সোমবার (৯ই আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদি হাসান বলেন, ২০১৯ সালের ২৭শে নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০ মাস পর পূর্ণাঙ্গ কমিটি দেয় কেন্দ্রীয় কমিটি। কিন্তু সে কমিটিতে ত্যাগী ও যোগ্য সাবেক ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাদের রাখা হয়নি।

অনৈতিক সুবিধা ও স্বজনপ্রীতির মাধ্যমে কমিটিতে ১২ জনকে স্থান করে দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের জায়গা করে দিতে নতুন এ কমিটি সংশোধনের জন্য দলীয় সভানেত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।