বাংলাদেশ-অস্ট্রেলিয়া ৫ ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টি আজ।
সোমবার সন্ধ্যা ৬টায় মিরপুরে মুখোমুখি হবে দুই দল। এরিমধ্যে সিরিজ জিতে নেয়া টাইগাররা ৩-১ এ এগিয়ে আছে।
প্রথম তিন ম্যাচ জিতে খানিকটা রিলাক্সে ছিল বাংলাদেশ। চোখ ছিল হোয়াইটওয়াশের দিকে। তবে সিরিজের চতুর্থ ম্যাচে এসে সফরে প্রথম জয়ের দেখা পেয়েছে অজিরা। এড়িয়েছে হোয়াইটওয়াশ। শেষ ম্যাচ জিতে পরাজয়ের ব্যবধান কমানো টার্গেট এখন অস্ট্রেলিয়ার।
ওদিকে সামনেই নিউজিল্যান্ডের সাথে ঘরের মাঠে আরেকটা টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশের। তার আগে জয় দিয়ে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ শেষ করতে চায় টাইগার স্কোয়াড। শেষ ম্যাচের আগে একদিন বিরতি থাকলেও এদিন মাঠের অনুশীলন করেনি কোন দলই। বরং হোটেলে সময় কাটিয়েছে বিশ্রামে।