১১ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

অর্থনীতি

গত এগার বছরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সোমবার সর্বোচ্চ লেনদেন হয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও লেনদেন। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬২৮ পয়েন্টে।

ডিএসইর এই সূচকটি অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চে অবস্থান করেছে। এর আগে ৫ই আগস্ট সূচকটি সর্বোচ্চ স্থানে অবস্থান করছিল। সূচকটি ২০১৩ সালের ২৭শে জানুয়ারি থেকে চালু হয়। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৯২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।  দুই হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে ডিএসইতে।