২০২৮ অলিম্পিকে ক্রিকেটের অর্ন্তভুক্তির সম্ভবনা জোরাল

খেলাধুলা

অলিম্পিকে ক্রিকেটের অর্ন্তভুক্তির সম্ভবনা জোরাল হল। ২০২৮ অলিম্পিকে অনুষ্ঠিত হবে আমেরিকায়।

সেই আসরেই থাকতে পারে ক্রিকেট। ভারতিয় ক্রিকেট বোর্ডের উদ্যোগে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কাছে ক্রিকেটকে অলিম্পিকের অংশ করার জন্য এরই মধ্যে চিঠি পাঠিয়েছে আইসিসি। 

দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ আসে চার বছর পর পর। আর যখনই অলিম্পিক আসে তখন একটা হাহাকার এই উপমহাদেশে। এই অঞ্চলের মানুষের কাছে যা উপাসনার মতো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে কেন নেই সেই ক্রিকেট?

অলিম্পিকে কখনোই যে ক্রিকেট ছিল না তা নয়। ১৯০০ সালের ক্রিকেট ছিল, ক্রিকেটের আদিভূমি ব্রিটেন স্বর্ণও জিতেছিল। তবে এরপর অলিম্পিকে ক্রিকেট আর নেই। একটা সময় ফেরানোর কোনো চেষ্টা হয়নি, এখন চেষ্টার পরও ফিরতে পারছে না। 

২০২৮ অলিম্পিক থেকে অবশ্য ক্রিকেট ফেরানোর জোর চেস্টা চলছে। এবার সেখানে মূখ্য ভূমিকা পালন করছে সৌরভের বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, অলিম্পিক্সে ক্রিকেট ঢুকলে ভারতের পুরুষ এবং মহিলা দল তাতে অংশ নেবে। 

একটা সময় অবশ্য দুনিয়ার সবচেয়ে পাওয়াফুল ক্রিকট বোর্ডেরই তেমন আগ্রহ ছিল না অলিম্পিকে ক্রিকেট ফেরানোর। মূলত তাদের অনিচ্ছার কারণেই এ বিষয়ে এগোতে পারেনি আইসিসি। কিন্তু এখন পাল্টেছে দৃশ্যপট।

টোকিও অলিম্পিকে নিরাজদের সাফল্য আগ্রহী করেছে ভারতের ক্রিকেট বোর্ডকেও। টিম ইন্ডিয়ার যে অবস্থা অলিম্পিকে ক্রিকেট অন্তভূর্ক্ত হলে ভারতের পদক যে বাড়বে তা মোটামুটি পরিস্কারই। 

অবশ্য গ্রেটেস্ট শো অন আর্থে ক্রিকেট অন্তভূক্ত হলে লাভ বাংলাদেশেরও। বাড়বে অংশগ্রহন। সঙ্গে পদক জয়ের সম্ভবনা।