দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতায় ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

দেশজুড়ে দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস।

দেশটির একটি টিভি চ্যানেলে বক্তব্য দেয়ার সময় দেশবাসীর উদ্দ্যেশে ক্ষমা চান তিনি। 

আগুন নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে রাজপথে নেমেছে দেশটির শত শত নাগরিক। সোমবার এথেন্সের পার্লামেন্ট ভবনের সামনে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও বামপন্থী দলের সদস্যসহ সাধারণ মানুষ এ আন্দোলনে অংশগ্রহণ করে।

এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বৈশ্বিক উষ্ণতা। শতশত দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দেশটিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজধানী এথেন্সের উত্তর পূর্বে এভিয়া দ্বীপটি সাতদিন ধরে পুড়ছে। এরই মধ্যে তিনজন মারা গেছে, হাজার হাজার মানুষ বাড়ি ঘর ছেড়ে গেছে এবং অনেক সম্পদ পুড়ে গেছে। মানবিক ভাবে যা করা যায় তার সবই করা হয়েছে বলে দাবি দেশটির প্রধানমন্ত্রীর। তবে প্রাকৃতিক ভাবে সৃষ্ট এ বিশাল দাবানল নিয়ন্ত্রণের জন্য তা যথেষ্ট নয় বলে মনে করেন তিনি।