পরীমণি আরো দুই দিনের রিমান্ডে

আইন ও কানুন

চিত্রনায়িকা পরীমণিকে আরো ২ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে, দেবব্রত বিশ্বাসের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করে। 

এর আগে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে পরীমণিকে হাজির করে আরও জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে আবারও ৫ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। একই দিনে প্রযোজক নজরুল ইসলাম রাজ ও পরিমনির কথিত মামা আশরাফুল ইসলাম দীপুকেও আদালতে হাজির করা হয়। এসময় আশরাফুল ইসলাম দীপুর ২ দিন এবং প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীকে দুই মামলায় ৬দিন করে রিমান্ড মঞ্জুর কর আদালত।  

গত ৪ঠা আগস্ট বনানীর বাসা থেকে পরিমনি ও তার সহযোগীকে আটক করে র‌্যাব। তার বাসা থেকে জব্দ করা হয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। পরদিন পরিমনির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।