পরীমণিসহ আটটি মামলার আসামিদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থেই এসব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহাবুবুর রহমান।
নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিইআইডি প্রধান আরো জানান, আসামিদের কাছ থেকে জব্দ ইলেকট্রনিক্স ডিভাইসের ফরেনসিক করা হচ্ছে। আসামিদের সম্পদের খোঁজ খবর নেয়া হচ্ছে।
ব্যারিস্টার মাহাবুবুর রহমান আরও বলেন,’আমরা এ পর্যন্ত ছয়টা গড়ি সিজ করেছি, বিআটিএ এর কাছে জানতে চেয়েছি এগুলো কার নামে আছে। এ গাড়ি গুলো কিভাবে এসেছে। প্রপারলি ভ্যারিফাই করবো। জিজ্ঞাসাবাদের শেষ পর্যায়ে। আমাদের আরও কিছু ডাউট আছে।’