বরগুনায় টিকা সংকট চরম দূর্ভোগে সাধারন মানুষ

সকল জেলা

বরগুনায় করোনাভাইরাসের টিকা শেষ হওয়ায় চরম দূর্ভোগে পড়েছে টিকা নিতে আসা সাধারণ মানুষ।

প্রতিদিনের মতো সকাল ৯ টায় বরগুনা জেনারেল হাসপাতালে টিকা দেওয়া শুরু হয়। বেলা সাড়ে বারোটার পর থেকে টিকা সংকট দেখা দেয়। সকাল থেকে প্রায় ৭শ’ জনকে প্রথম এবং দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এছাড়াও যারা এর আগে টিকা নেয়নি তারাও আজ আসায় উপচে পড়া ভিড় দেখা গেছে।

বরগুনায় টিকার প্রথম দিকে প্রায় ৩ হাজার টিকা ফেরত গিয়েছে। তখন সাধারণ মানুষ টিকা দিতে আগ্রহ ছিল না। আজ সাধারণ মানুষের আগ্রহ থাকায় টিকাকেন্দ্রে এসে টিকা না দিতে পেরে ফেরত যাচ্ছে অনেকই । 

তবে স্বাস্থ্য বিভাগ বলছে আগামীকালের মধ্যেই আবার টিকা আসবে যারা এখনো টিকে দিতে পারেনি তারা অবশ্যই টিকা দিতে পারবে। ইতিমধ্যে সিভিল সার্জনকে বিষয়টি জানিয়েছি। যারা আগে মেসেজ পেয়েছেন টিকা দিতে আসেনি তারাও আজ আশায় টিকার সংকট দেখা গেছে।

টিকা দিতে না পেরে সাধারণ মানুষের মাজে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।