ব্রিটেনের রাণীর ছেলে অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা

আন্তর্জাতিক

ব্রিটেনের রাণী ২য় এলিজাবেথের ছেলে প্রিন্স এ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন এক মার্কিন নারী।

ভার্জিনিয়া জুফ্রে নামের ওই নারীর অভিযোগ, ১৭ বছর বয়সে প্রিন্সের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য ব্রিটেনে আনা হয় তাকে। সেসময় তাকে যৌন নির্যাতন ও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, বয়স ও পাচারের শিকার হয়েছেন জেনেও জোর করে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন এ্যান্ড্রিউ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের শিশু নির্যাতন আইনে মামলাটি করেছেন তিনি। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন প্রিন্স এ্যান্ড্রিউ।

এর আগে ২০১৯ সালেও এই অভিযোগ উঠার পর তিনি দাবি করেন ওই নারীকে কখনো দেখেননি তিনি। যে কোন ধরনের তদন্তে সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।