২৮ বছর বয়সে ২৩ মামলার আসামি কুখ্যাত শামীম।
শামীম রেজা। গলাকাটা শামীম নামে পরিচিত। তিনি যশোরের চৌগাছা উপজেলার মনমথপুর গ্রামের আওরঙ্গজেব চন্নুর ছেলে। শিশু কাল থেকে বেপরোয়া জীবন-যাপন তার। একক আধিপত্য বিস্তার করতে গড়ে তোলে সন্ত্রাসী বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তার হামলা থেকে রেহাই পায়নি।
২৮ বছর বয়সে নানা অপরাধ করে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শামীম এখন ২৩ মামলার আসামি। এরমধ্যে যশোর কোতোয়ালি মডেল থানায় ২টি ও চৌগাছা থানায় ২১টি মামলা। অবৈধ উপার্জনের অর্থে গাড়ি বাড়ির মালিক বনেছে। ৩ লাখ টাকার চাঁদাবাজি মামলায় গত ৭ আগস্ট কুখ্যাত শামীম পুলিশের হাতে আটক হওয়ার পর অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চৌগাছা থানায় শামীম রেজার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নম্বর -৭, তারিখ ১০-০০৪-২০২১, মামলা নম্বর ১০, তারিখ ৮-৪-২০২১, মামলা নম্বর ১৫, তারিখ ১৯-৭-২০২১, মামলা নম্বর- ২২, তারিখ ২৯-৬-২০১৪, মামলা নম্বর- ৮, তারিখ ১০-০১-২০১৫, মামলা নম্বর-১১, তারিখ ২২-৩-২০১৪, মামলা নম্বর-৮, তারিখ ১১-৩-২০১৪, মামলা নম্বর -৮, তারিখ ১২-৬-২০১৩, মামলা নম্বর ১৩, মামলা নম্বর-৬, তারিখ ৯-৩-২০১২, মামলা নম্বর-৩, তারিখ ৩-১-২০১২, মামলা নম্বর-৫, তারিখ ১০-১০-২০১১, মামলা নম্বর-৬, তারিখ ৮-১২-২০১০,মামলা নম্বর-৫ তারিখ ৭-১২-২০১০, মামলা নম্বর -১১তারিখ ২৩-৩-২০২১, মামলা নম্বর ২৭,তারিখ ২৪-৯-২০১৮, মামলা নম্বর ২৬, তারিখ ২১-১০-২০১৮, মামলা নম্বর-২৩, তারিখ ৩০-১২-২০১৯, মামলা নম্বর-৬ তারিখ ১১-৭-২০২০, মামলা নম্বর -৩৪, তারিখ ৩০-৪-২০২১, কোতোয়ালি মডেল থানায় মামলা নম্বর ৬২, তারিখ ২০-২-২০২০ ও মামলা নম্বর-৬৩, তারিখ ২০-২-২০২০। সর্বশেষ চৌগাছা থানায় ৩ লাখ টাকার চাঁদাবাজি মামলা হয়। শামীম রেজা ছাড়াও আরো কয়েকজনকে এই মামলায় আসামি করা হয়েছে।
এই মামলার বাদী হলেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের মৃত জোহর আলীর ছেলে ও চৌগাছা উপজেলা শহরে ফুডল্যান্ড রেস্টুরেন্টের মালিক আবুল কালাম আজাদ। চাঁদাবাজি মামলায় আটক হয়ে শামীম জেলহাজতে রয়েছে।
এর আগে ২০১৮ সালের ২১ অক্টোবর রাতে চৌগাছা উপজেলা শহরের মাছবাজার থেকে শামীমকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে এসআই এস এম আকিকুল ইসলাম। জামিনে বেরিয়ে আসার কিছু দিন পর ফের মাদক ও অস্ত্রসহ আটক হয় শামীম রেজা।
স্থানীয়া জানায়, মাদক ব্যবসা ও চাঁদাবাজির টাকায় চলে শামীম রেজা ও তার ক্যাডাররা। যাকে তাকে মারপিট করা যেনো তাদের কাছে নিত্যনৈমিত্তিক ঘটনা।
গত ১১ অক্টোবর চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ও তার সঙ্গী মিথুনের ওপর হামলা করে শামীম রেজা বাহিনী। এ সময় শামীমের নির্দেশে ছাত্রলীগ সভাপতি ইব্রাহিমের দুই পা ভেঙ্গে দেয়া হয়। তারা আরও জানায়, শামীম রেজা সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করে তারই আপন ভাই ৮ মাদক মামলার আসামি ফয়সাল ও ৪ মামলার আসামি আরিফ। অভিযোগ উঠেছে, মাদক ব্যবসা নিয়ন্ত্রন ও চাঁদাবাজির টাকায় হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছে শামীম রেজা। ৫৫ থেকে ৬০ লাখ টাকা ব্যয়ে তৈরি করেছে আলিশান বাড়ি। বিভিন্ন ব্যান্ডের মোটরসাইকেল রয়েছে তার। শামীম রেজা ও ক্যাডারদের দাপটের কাছে রীতিমতো অসহায় চৌগাছা উপজেলাবাসী। ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পায়না। বিগত দিনে শামীম রেজাকে আটক করতে গিয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলার শিকার হয়েছে।
এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, শামীম রেজার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক, হত্যা চেষ্টাসহ মোট ২৩ টি মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন।