করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার জেরে থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জেরে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড।

মঙ্গলবার থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা’র সরকারের বিরুদ্ধে রাজধানী ব্যাংককের রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা।  

দেশ পরিচালনায় সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা’র পদত্যাগের দাবি জানান তারা। পুলিশের দুটি বুথে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

আন্দোলন দমাতে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট পাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। অন্তত ৬ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে করোনার বিধিনিষেধ অমান্য ও বিভিন্ন সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত করার অভিযোগ এনেছে পুলিশ। বিক্ষোভে সংঘর্ষে অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়েছে।  

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১শে মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।