পদ্মা সেতুর পিলারে ধাক্কা, ফেরির দুই কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ

বর্ষা মৌসুমে, তীব্র স্রোতের সময় পর্যন্ত পদ্মা সেতুর নিচ দিয়ে কোন ভারী নৌযান ও ফেরি চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বারবার সেতুর পিলারে ফেরির ধাক্কার পর এই সিদ্ধান্ত নেয়া হলো। এদিকে, পিলারে ধাক্কা দেয়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ভারপ্রাপ্ত মাস্টার কর্মকর্তা ও ইনল্যান্ড মাস্টার অফিসার এবং হুইল সুকানিকে সাময়িক বরখাস্ত করেছে বিআইডব্লিউটিএ।  

২০শে জুলাই পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি শাহ মখদুম।  পরের ২০ দিনে আরো দুটি ফেরি ধাক্কা দেয় নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারে। 

সোমবার ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আঘাত করার ঘটনায় পরে কঠোর অবস্থানে নৌ পরিবহণ মন্ত্রণালয়। সচিবালয়ে এক সভায় সিদ্ধান্ত হয়েছে, পদ্মা সেতুর নিচ দিয়ে কোন ভারি নৌযান চলাচল করতে পারবে না।

এই ঘটনায় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ভারপ্রাপ্ত মাস্টার কর্মকর্তা ও ইনল্যান্ড মাস্টার অফিসার দেলোয়ারুল ইসলাম এবং হুইল সুকানি আবুল কালাম আজাদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিআইডব্লিউটিএ।

এর আগে, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা দেয়ার ঘটনায় পদ্মা সেতু কর্তৃপক্ষ হয়ে লৌহজং থানায় জিডি করেন সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।