অভিনেত্রী পরীমণি ইস্যুতে সিটি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে জড়িয়ে মিথ্যা-বানোয়াট তথ্য প্রচার করে একটি চক্র ব্যাংকটি থেকে চাঁদাবাজির পাঁয়তারা করছে জানিয়ে সাধারণ ডায়েরি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন ব্যাংকের হেড অব কোর্ট অপারেশন গাজী এম শওকত।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন অভিনেত্রীর বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে দি সিটি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত বলে মিথ্যা তথ্য প্রচার করছে।
যাকে পুঁজি করে স্বার্থান্বেষী, প্রতারক ও চাঁদাবাজরা বিভিন্নভাবে ব্যাংকের কর্মকর্তাদের নাজেহাল করার আশঙ্কা রয়েছে। এছাড়াও, এসব নিউজের কারণে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সামাজিক নিরাপত্তাহীনতা, মানসিক উদ্বিগ্নতায় ভুগছে বলে উল্লেখ করেন।