শেষ হলো ১৯ দিনের কঠোর বিধিনিষেধ। আজ থেকে সড়কে চলছে সবধরণের গণপরিবহণ । গণপরিবহণগুলোতে সব আসনে বসতে পারবেন যাত্রীরা।
তবে করোনা পূর্ববর্তী সময়ের মতোই নিতে হবে ভাড়া। অর্থাৎ অতিরিক্ত ভাড়া থাকছে না। তবে, সব আসনে যাত্রী নিয়ে চলছে ট্রেন।
এদিকে, আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে শপিংমল, মার্কেট, দোকান-পাট ও রেস্টুরেন্ট। সকাল থেকে প্রধান সড়কগুলোতে রয়েছে গাড়ির চাপ। ট্রাফিক সিগনালে কোথাও কোথাও ১০ থেকে ১৫ মিনিটের যানজটও লক্ষ্য করা যায়।
তবে, এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া বিধিনিষেধ উঠে গেলেও বন্ধ থাকছে দেশের পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র।