সম্মিলিত প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে: সেনাপ্রধান

বাংলাদেশ স্বাস্থ্য

সবার সমন্বিত প্রচেষ্টায় দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এমন মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

করোনা মোকাবিলায় টাঙ্গাইলে বাংলাদেশ সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন শেষে সকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় জনগণের সেবায় সেনাবাহিনী সবসময় পাশে থাকবে বলে উল্লেখ করেন সেনাপ্রধান। বলেন, করোনা পরিস্থিতির অবনতি হলে আগামীতেও সব বাহিনীকে সহায়তা দিতে প্রস্তুত সেনাবাহিনী।

এর আগে, সকালে টাঙ্গাইলের নিরালা মোড় এলাকায় করোনা  সংক্রমণ রোধে ১৯ পদাতিক ডিভিশনের দায়িত্বরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন ও তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এছাড়া, সাধারণ জনগণের সাথেও কথা বলেন জেনারেল শফিউদ্দিন। এ সময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌরমেয়র এস এম সিরাজুল হক।