১২ই আগস্টের পর থেকে মডার্নার প্রথম ডোজ দেয়া বন্ধ

বাংলাদেশ স্বাস্থ্য

ভ্যাকসিন সংকটের কারণে ১২ই আগস্টের পর থেকে সারা দেশে মর্ডানা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে মর্ডানা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার বিকেলে প্রসংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। তবে যে সকল কেন্দ্রে এখন পর্যন্ত প্রথম ডোজের ভ্যাকসিন রয়ে গেছে সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।

সেইসঙ্গে মর্ডানার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু করার তাগিদ দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।

এছাড়া, ১৪ই আগস্ট থেকে সারা দেশে সিনোফার্মের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু করা হবে।