অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এক সপ্তাহের লকডাউন দেয়া হয়েছে। এক বছরেরও বেশি সময় পর প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় এই পদক্ষেপ নিল দেশটি।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে লকডাউন শুরু হয়। সংক্রমিত ওই ব্যক্তি কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তা জানা না থাকায় সেখানে লকডাউন দেয়া হয়।
এতে প্রায় চারলাখ বাসিন্দা এ বিধিনিষেধের আওতায় পড়ল। কেবল জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হতে পারবেন বাসিন্দারা। করোনার অতি সংক্রামক ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় সিডনি ও মেলবোর্ন শহরের লকডাউন কঠোর হবে আরও।
এদিকে অন্তত চলতি বছরের শেষ পর্যন্ত দেশটির সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।