এসপি মোকতারের বিরুদ্ধে নারী সহকর্মীর ধর্ষণের অভিযোগ

বাংলাদেশ

পিবিআইয়ের এসপি মোকতার হোসেনের বিরুদ্ধে পুলিশের এক নারী পরিদর্শকের ধর্ষণ মামলার আবেদন করেছেন।

উত্তরা পূর্ব থানার ওসিকে, এফআইআর হিসাবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে, অভিযোগের বিষয়ে আইন অনুযায়ীই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোছা. শামসুন্নাহারের আদালতে আবেদন করলে নথিপত্র ও আলামত যাচাই করে ঘটনার সত্যতা মিলে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে মামলা নিতে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয় আদালত।

অভিযোগে বলা হয়- ২০১৯ সালে মামলার বাদী ও অভিযুক্ত পিবিআইয়ের এসপি মোকতার হোসেন জাতিসংঘ মিশনে সুদানে কর্মরত ছিলেন। সেখানে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

২০১৯ সালের ২০শে ডিসেম্বর দুপুরে আসামি বাদীর বাসায় গিয়ে ধর্ষণ করেন। এরপর এ ঘটনা কাউকে না জানাতে ভয়ভীতি দেখানে। দেশে ফেরার পর বিয়ের কথা বলে ওই নারী পরিদর্শককে একাধিকবার ধর্ষণ করেন এসপি মোকতার হোসেন। 

এদিকে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এ ঘটনা না জেনে তো আমি কিছু বলতে পারবো না। আগে আমি জেনে নেই। অভিযোগ প্রমাণীত হলে তো আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।

ধর্ষনের অভিযোগে পুলিশ কর্মকর্তা মোকতার হোসেনের বিরুদ্ধে পুলিশ অধিদপ্তরের দায়ের করা অভিযোগেরও তদন্ত চলছে।