করোনাভাইরাসের পরিস্থিতির উন্নতি হলে নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও জানান, সংক্ষিপ্ত সিলেবাস ও অ্যাসাইনমেন্টের ওপর ভিত্তি করে পরীক্ষা নেয়া হবে।
আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন শিক্ষামন্ত্রী।
এর আগে অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী বলেন, নেপথ্যে থেকে দেশের জন্য কাজ করে গেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট যখন তৈরি করা হয়েছিল, তখন বঙ্গমাতার বিরুদ্ধেও নানা অপপ্রচার করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে থাকার দুঃসময়ে কর্মীদের নির্দেশনা দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।