সাম্প্রতিক সময়ে আলোচিত নায়িকা পরীমণি, মডেল পিয়াসা-মৌ ও প্রযোজক রাজসহ তাদের সহযোগীদের একই মামলায় বার বার রিমান্ডে নেয়ার বিষয়টি অযৌক্তিক বলে মনে করছেন তাদের আইনজীবীরা। তবে রাষ্ট্রপক্ষ বলছে, আইন অনুযায়ীই তাদের একাধিকবার রিমান্ডে নেয়া হয়েছে।
মাদক-অস্ত্র ও পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার নায়িকা পরীমণি, মডেল পিয়াসা-মৌ ও প্রযোজক রাজসহ তাদের সহযোগীদের বিভিন্ন মামলায় পুলিশ, ডিবি ও সিআইডি একাধিকবার রিমান্ডে নিয়েছেন।
একাধিকবার রিমান্ডে নেয়ার পরও মামলাগুলোর অগ্রগতির বিষয়ে কোন প্রতিবেদন আদালতে উপস্থাপন করেনি তদন্ত সংস্থা। এদিকে মাদকসহ গ্রেপ্তার আসামিদের দফায় দফায় রিমান্ডে নেয়ার নজির নেই বলে দাবি করেন আসামিপক্ষের আইনজীবী। তাই একই মামলায় বার বার রিমান্ডে নেয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের আইনজীবী।
মডেল পিয়াসা, পরীমণির কস্টিউম ডিজাইনার জিমি ও কবির হোসেনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। আজ বুধবার (১১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত এ আদেশ দেন।
পিয়াসার আইনজীবী মো. আমানুল করিম বলেন, আমরা এতো বছর ওকালতি করে দেখেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালাগুলোতে দেখা যায় মাদক উদ্ধার হয়ে গেলে রিমান্ড দেয়া হয়না। এক-দুই লাখ পিস উদ্ধার হলে সেখানে রিমান্ড হয়ে তাকে। এখানে দেখা যাচ্ছে দুই-তিনবার করে রিমান্ডে নেয়া হচ্ছে। একবার ডিবি, একবার সিআইডি, আবার র্যাব রিমান্ড চাইছে। এভাবে মনে হচ্ছে এরা মনে হয় নাচের পুতুল, যেভাবে চাইছে সেভাবে খেলছে। আদালতও বার বার রিমান্ড দিয়ে দিচ্ছেন।
তবে রাষ্ট্রপক্ষের দাবি, মামলার তদন্তের স্বার্থে আইন মেনেই তাদের একাধিকবার রিমান্ডে নেয়া হয়েছে। পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, এই মামলায় পুলিশ ৫ দিন রিমান্ড চেয়েছিলো। আদালত রিমান্ড নামঞ্জুর করেছেন। আসামিপক্ষ জামিন আবেদন করেছেন সেটাও নামঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিলো বলেই তাকে সম্পৃক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, পরীমণী হোক, পিয়াসা হোক, কিংবা যেই হোক সুনির্দিষ্ট অভিযোগ আছে বলেই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। তদন্তের পর বেরিয়ে আসবে তারা জড়িত কি-না। জড়িত হলে চার্জশিট হবে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তার শাস্তি হবে। আর দফায় দফায় রিমান্ড এটা সত্য না। রিমান্ড চাওয়ার জন্য চাওয়া হচ্ছে না। প্রয়োজনেই চাওয়া হচ্ছে। একজন আসামির কাছে অস্ত্র-মাদক উদ্ধার হলে এটার উৎস খুঁজে বের করতেই এই রিমান্ড।
উল্লেখ্য, গত ১ আগস্ট গ্রেপ্তারের পর মডেল পিয়াসা গুলশান থানার মামলায় দুই দফায় ৫ দিন সহ ১২দিন, মৌ মোহাম্মদপুর থানার মামলায় দুই দফায় ৫ দিন এবং বনানী থানার মামলায় নায়িকা পরীমণিকে দুই দফায় ৬ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।