ভারতের উত্তর প্রদেশ ও বিহারে বন্যায় আটকা পড়েছেন শত শত মানুষ। অনেক এলাকা তলিয়ে যাওয়ায় খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
কিছু কিছু এলাকায় তাবুতে আশ্রয় নিয়েছেন বন্যা দুর্গতরা। বন্যায় তলিয়ে গেছে অনেক এলাকা। বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় আটকা পড়েছেন শত শত মানুষ।নদীর পানি বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষ।
বন্যা প্লাবিত অঞ্চলের বাসিন্দারা জানান, কর্তৃপক্ষ বন্যা দুর্গতদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করেনি। যারা বাইরে বের হতে পারছে তারাই রুটি আর দুধ পাচ্ছে। এখানে রান্না বা পান করার জন্য কোনো সুপেয় পানি নেই।
ছোট ছোট নৌকায় বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধার করা হচ্ছে।
এদিকে, বিহারের পাটনাও বন্যার পানিতে ডুবে যাওয়ায় তাবুতে আশ্রয় নিয়েছেন অনেকে। খাবারের সংকটে মানবেতর জীবন করছে অসংখ্য মানুষ। খাবার আর পানি জোগাড় করাই এখন চ্যালেঞ্জ বলছেন স্থানীয়রা।
অন্যদিক, হিমাচলে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়েছে। এখনো নিখোঁজ অনেকে।