জার্মানির উত্তরাঞ্চলের একটি কেন্দ্রে ৮ হাজারের বেশি নাগরিককে আবারো টিকা নিতে বলেছে দেশটির কর্তৃপক্ষ। কেন্দ্রটিতে টিকার পরিবর্তে স্যালাইন দেয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদের মধ্যে বেশিরভাগেরই বয়স ৭০ এর উপরে, যারা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তদন্তকারীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি বিধি নিষেধের সমালোচনা করে ওই স্বাস্থ্যকর্মী বিভিন্ন ধরনের তথ্য প্রচার করেন। এর আগে এপ্রিলে ওই নার্স জানান, ভ্যাকসিনের একটি ভায়াল ফেলে দেয়ায় তিনি ছয়জনকে স্যালাইন পুশ করেছিলেন।
তবে তদন্ত শুরুর পর জানা যায় ফাইজারের ভ্যাকসিনের পরিবর্তে ওই স্বাস্থ্যকর্মী অনেককেই স্যালাইন দিয়েছেন। জার্মানিতে করোনা টিকার বিরুদ্ধে এপর্যন্ত বেশ কয়েকটি আন্দোলন হয়েছে। দেশটিতে অনেক নাগরিকই মনে করেন, টিকা ও করোনা নিয়ে সরকার ভুল তথ্য দিচ্ছে।