দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সোমবার দেশটির জেনিন শহরে এই ঘটনা ঘটে।
শহরটির গভর্নর ভয়েস অফ প্যালেস্টাইন রেডিওতে দেয়া এক বক্তব্যে এই তথ্য নিশ্চিত করে।
এদিকে, ইসরায়েল এক বিবৃতিতে জানায়, জঙ্গিবিরোধী এক অভিযানে ফিলিস্তিনের নাগরিকরা তাদের লক্ষ করে গুলি চালায়। পরে আত্মরক্ষায় ইসরায়েলি বাহিনী গুলি চালায়। তবে তাদের পক্ষে কোন ক্ষয় ক্ষতি হয় নি বলে জানায় ইসরায়েল।