রক্তপাত এড়াতেই দেশত্যাগের সিদ্ধান্ত: আশরাফ ঘানি

আন্তর্জাতিক

তালেবানরা রাজধানীতে প্রবেশের পর ‘ভয়াবহ রক্তপাত’ এড়াতেই রবিবার দেশ ত্যাগ করেছেন, সে সময় দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তই ভালো বলে মনে হয়েছিল বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

ফেসবুকে এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

তবে তিনি তার বর্তমান অবস্থান নিশ্চিত না করলেও  আফগান মিডিয়া গ্রুপের শীর্ষস্থানীয় টোলো নিউজ জানিয়েছে আশরাফ ঘানি তাজিকিস্তানে রয়েছেন। পরে ঘানির ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, উজবেজকিস্তানের তাসখন্দে রয়েছেন আফগান প্রেসিডেন্ট। সঙ্গে আছেন তার স্ত্রী, চিফ অব স্টাফ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

দেশের প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের পর তালেবান রাজধানী কাবুলে প্রবেশ করলে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ত্যাগ করেন। তালেবানের তিন জ্যেষ্ঠ নেতা এএফপিকে জানিয়েছে, তালেবানরা প্রেসিডেন্ট ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং রাজধানীর সার্বিক নিরাপত্তা নিয়ে একটি বৈঠকও করেছে।

আশরাফ ঘানি বলেছেন, তিনি বিশ্বাস করেন যে, তিনি যদি আফগানিস্তানে থাকতেন তাহলে অনেক দেশপ্রেমিক শহীদ হতেন এবং কাবুল ধ্বংস হয়ে যেত।

ফেসবুকে পোস্ট করা বিবৃতিতে তিনি আরও বলেন, ‘তালেবানরা জিতেছে…তারাই এখন দেশের মানুষের সম্মান, সম্পত্তি এবং আত্মরক্ষার জন্য দায়ী থাকবে।’

তালেবানরা এখন নতুন একটি ঐতিহাসিক পরীক্ষার মুখোমুখি হচ্ছে। তাদের সামনে এখন দুটি রাস্তা, হয় তারা আফগানিস্তানের নাম ও সম্মান রক্ষা করবে, না হয় তারা অন্য কোন গোষ্ঠী বা দেশকে অগ্রাধিকার দেবে বলেও মন্তব্য করেন আশরাফ ঘানি।

তবে, আফগান শান্তি প্রক্রিয়ার প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ জনগণকে এই অবস্থায় ছেড়ে দেওয়ার জন্য আশরাফ ঘানিকেই দায়ী করেছেন।

এদিকে, আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়ে প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর যুদ্ধ শেষের ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সৈন্যবাহিনী এরই মধ্যে আফগানিস্তান ত্যাগ করেছে। আজ সোমবার সকালেও পশ্চিমা দেশগুলোর নাগরিকদের ফিরিয়ে নিতে তোড়জোড় দেখা গেছে।