আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর তালেবানকে অভিনন্দন জানিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়েদার ইয়েমেন শাখা।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, এসময় নিজেদের অভিযান চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি।
বুধবার আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা একিউএপি-র বিবৃতিতে বলা হয়-এই জয় থেকে বোঝা যায়, অধিকার ফেরাতে এবং দখলদারদের বিতাড়িত করতে জিহাদ বৈধ এবং বাস্তবসম্মত। অনলাইনে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্সে এই বিবৃতিটি প্রকাশ করা হয়।
একিউএপি’কে আল-কায়েদার সবচেয়ে ভয়ঙ্কর শাখা হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। সেসময় আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয় তালেবান। তালেবানের এই পৃষ্ঠপোষকতার কারণে ২০০১ সালে আফগানিস্তানে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। সে বছরই পতন হয় তালেবান সরকারের।