করোনা পরবর্তী শ্বাসকষ্ট বাড়ছে আক্রান্তদের

স্বাস্থ্য

করোনা পরবর্তী নানা জটিলতার মধ্যে অন্যতম সমস্যা শ্বাসকষ্ট। করোনা আক্রান্ত রোগীদের উল্লেখযোগ্য অংশই এই সমস্যায় ভোগেন। তবে এই সমস্যায় আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞরা। এদিকে, রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে করোনা পরবর্তী শ্বাসকষ্টের রোগীদের জন্য চালু হচ্ছে আলাদা বহির্বিভাগ।

করোনা সংক্রমণে মানবদেহের সবচেয়ে বেশি  ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। সংক্রমণ বেশি হলে অনেকেরই ফুসফুসের একটি বড় অংশই নষ্ট হয়ে যায়। করোনা থেকে সেরে ওঠার পরও অনেকেরই পরবর্তীতে আবারো শ্বাসকষ্ট দেখা দেয়।

চিকিৎকরা একে বলছেন লং কোভিড। বক্ষব্যাধি বিশেষজ্ঞরা বলছেন, সচেতন থাকলে লং কোভিড নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মু. সাইদুল ইসলাম বলেন, ‘যে সমস্ত রোগী এরকম পাচ্ছি তার যদি আগের কোন লাং ডিসিজ না থাকে তাহলে এটা ৩-৬ মাসের মধ্যে রিকভার হয়ে যায়। দুশ্চিন্তার কিছু নাই। যদি এ ধরনের সিমটম থাকে তাহলে বক্ষব্যাধি বিশেষজ্ঞ কারো সঙ্গে পরামর্শ করুন। আপনি যদি সঠিক ওষুধটা সেবন করেন এর থেকে মুক্তি পাবেন।’

বক্ষব্যাধি হাসপাতালের এই পরিচালক জানান, এসব রোগীর সুবিধার জন্য শিগগিরই আলাদা একটি বহির্বিভাগও চালু করতে যাচ্ছেন তারা।

ডা. মু. সাইদুল ইসলাম আরো বলেন, ‘পোস্ট কোভিড ডিজিজের জন্য একটা গাইডলাইন তৈরি হয়ে গেছে। খুব শীঘ্রই আমরা এটা পাবলিশ করবো। শুধু গাইডলাইন না আমরা একটা জায়গা নির্ধারণ করে এখানে পোস্ট কোভিড আউটডোর চালু করছি। যারা এ অসুখে ভুগবেন তারা সহজেই আমাদের এখানে এসে চিকিৎসা নিতে পারবেন।’

পরামর্শ মেনে চললে করোনা পরবর্তী শ্বাসকষ্টের এই সমস্যা থেকে সহেজই মুক্তি পাওয়া সম্ভব বলে আশ্বস্ত করছেন চিকিৎকরা।