বনানীতে ৬ তলা ভবনে অগ্নিকাণ্ড

বাংলাদেশ

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় এমিকন আর্ট কোম্পানির গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় ৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিলো না। গোডাউনে কাগজ, রঙ, কেমিক্যাল সহ আর্ট ও ডেকোরেটরের ম্যাটেরিয়াল ছিলো। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, আগুন লাগা ভবনটি বিল্ডিং কোড মেনে হয়নি। বনানী চেয়ারম্যান বাড়ির মূল সড়কের একটি ভবনও বিল্ডিং কোড মেনে হয়নি বলে সবগুলোর ট্রেড লাইসেন্স স্থগিত করা হয়েছে। আগুনের ঘটনা তদন্ত করা হবে।

আগুন নেভাতে টার্নটেবল লেডার বসানোর কারণে মহাখালী থেকে বনানী যাওয়ার রাস্তা বন্ধ থাকায় দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।