রাঙ্গামাটির কাউখালি উপজেলায় পাথরবোঝাই ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে চারজন আহত হয়েছেন।
শুক্রবার (২০ আগস্ট) আনুমানিক রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এতে বন্ধ রয়েছে কাউখালি-নাইলাছড়ি সড়ক।
পুলিশ জানায়, কাউখালিতে নবনির্মিত পলিটেকনিক ইনস্টিউটের জন্য পাথরবোঝাই ট্রাকটি উপজেলার ঘাগড়া ইউনিয়ন ও কলমপতি ইউনিয়নের সীমান্তবর্তী পোয়াপাড়া বেইলি ব্রিজের মাঝামাঝি গেলে ব্রিজটি ভেঙে যায় এবং ট্রাকসহ ইছামতি নদী সংযুক্ত কাউখালি খালে পড়ে যায়। এতে চালকসহ ট্রাকে থাকা মোট চারজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ব্রিজের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত ওজনের পাথরবোঝাই ট্রাকে থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।