সালাম পিন্টুর ফাঁসির রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ

বাংলাদেশ

২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত অন্যতম আসামি আব্দুস সালাম পিন্টুর ফাঁসির রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (২১ আগস্ট) বেলা ১২ টার দিকে স্থানীয় এমপি ছোট মনির নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। এসময় বক্তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

বিএনপি সরকারের সময় শিক্ষা উপমন্ত্রী ছিলেন আব্দুস সালাম পিন্টু। এছাড়া তখন তিনি টাঙ্গাইল জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। উপমন্ত্রী থাকলেও তারেক রহমানের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানা যায়। গ্রেনেড হামলা মামলার রায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।