ইউক্রেনের বুচা শহরে রুশ সেনারা গণহত্যা চালিয়েছে পশ্চিমাদের এ দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ জরুরি অধিবেশনের দাবি জানিয়েছে মস্কো। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুশ সহকারী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বলেন, গণহত্যা বিষয়ে ইউক্রেনের উস্কানির প্রেক্ষিতে মস্কো এ দাবি করেছে।
এছাড়াও, মস্কোর পক্ষ থেকে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুচা শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মরদেহের ছবির পশ্চিমাদেশ ও ইউক্রেন সরকারের একটি উস্কানি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বুচাতে কথিত হত্যাকাণ্ডের বিষয়ে বলেছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা শহরে বেসামরিক মানুষের মৃত্যুর যে সকল ছবি সামনে এসেছে তা আমাকে ‘গভীরভাবে মর্মাহত’ করেছে। এ ঘটনায় একটি স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে পুরো জাতির জন্য নির্যাতন বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রাশিয়া যা করেছে তা গণহত্যা। পুরো জাতি ও জনগণকে নির্মূল করতেই রাশিয়া এ হত্যাযজ্ঞ চালাচ্ছে।

এদিকে বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ক্রেমলিন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও তা সত্যকে আড়াল করতে পারবে না। বুচার পর পার্শ্ববর্তী শহর ইরপিন থেকেও একই রকম চিত্র উঠে এসেছে।