ডারবান টেস্টের পঞ্চম ও শেষ দিনে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ৫৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
মাত্র ১১ রানে ৩ উইকেট নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করা বাংলাদেশ শুরুতেই হারায় আরও ২ ইউকেট। অভিজ্ঞ মুশফিক ফেরেন ডাক মেরে। আর লিটন দাস আউট হন ২ রানে। দুজনকেই ফিরিয়েছেন কেসব মহারাজ। এর পর সিমন হারমারের বলে মিরাজও ফেরেন ডাক মেরে। আগের দিন সাদমান, জয় আর ক্যাপ্টেন মুমিনুলও আউট হন অতি দ্রুত। কেউই করতে পারেননি ৫ রানও।
শেষ দিন মাত্র ১৩ ওভার খেলতে পারলো বাংলাদেশ। এরমধ্যে ৭ উইকেট হারিয়ে তুলতে পেরেছে কেবল ৪২ রান। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
এর আগে, দক্ষিণ আফ্রিকাকে ২০৪ রানে থামিয়ে দেয় টাইগাররা। তাতে ২৭৪ রানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় স্বাগতিকরা।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তাই জিততে হলে ৭ উইকেটে বাংলাদেশকে শেষ দিনে তুলতে হতো আরও ২৬৩ রান।
দক্ষিণ আফ্রিকার মাটিতে কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনও টেস্ট জিততে পারেনি বাংলাদেশ দল। এখন তৈরি হয়েছে সেই সুযোগ। ডারবানের কিংসমিডে ম্যাচের শেষ ইনিংসে ২৭৪ রান করতে পারলেই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানোর গৌরব অর্জন করবে টাইগাররা।
অতীত ইতিহাস থেকেও অনুপ্রেরণা নিতে পারবেন মুমিনুল হক, লিটন দাসরা। ডারবানের এই মাঠে ২৭০ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড রয়েছে ৮টি। সবশেষ ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০৪ রান করে জিতেছিল শ্রীলঙ্কা।